নিউজ ডেস্ক: নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থানের আবাসিক বাসা- বাড়ি সামনের চলাচলের রাস্তায় ময়লা- আবর্জনা স্তূপ সরানোর বিষয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের বাংলা'র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে রাস্তায় উপর ময়লার স্তূপের কারণে পরিবেশ দুষিত হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এলাকাবাসীর। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ডাস্টবিনটি দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেন। কিন্তু আদেশ অমান্য করে ডাস্টবিনটি না সরিয়ে পুরোদমে ময়লা ফেলা হচ্ছিল। স্থানীয়রা বিষয়টি চসিক কর্মকর্তাদের অবহিত করার পর ১৬ নভেম্বর চসিক পরিচ্ছন্নতা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, নগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ড্যাব মহাসচিব ডা. সরোয়ার আলম ও মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী পরিদর্শনে আসেন।
এসময় পেশার দায়িত্ব পালনকালে দৈনিক আজকের বাংলা পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ইসমাইল ইমনকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও হুমকি প্রদানকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।