
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদীতে ডুবে মারা গেছে ২ বছর বয়সী শিশু মোঃ রাফসান উদ্দিন। সোমবার (১৭ নভেম্বর ) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল দারগাকাটা এলাকার সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু মোঃ রাফসান উদ্দিন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯নম্বর ওয়ার্ড দিয়াকুল খানসাহেব পাড়া নাজিম মেম্বারের বাড়ি এলাকার মো. আবদুল করিমের ৪র্থ সন্তান।
মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন দোহাজারী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ নাজিম উদ্দীন। তিনি জানান, সকাল ৯ টার দিকে মায়ের সাথে সাঙ্গু নদীতে যায় শিশু রাফসান। মায়ের অজান্তে শিশু রাফসান নদীতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি পর সাঙ্গু নদীর ১ কিলোমিটার দূরে দারগাকাটা চরে শিশুটি ভেসে ওঠে।
পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় দোহাজারী দিয়াকুল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আছরের নামাজের পর জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।
Leave a Reply