আজ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে চন্দনাইশে রোড শো ও ৫০জন মোটরসাইকেল চালককে হেলমেট বিতরণ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রামের উদ্যোগে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ শ্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে রোড শো ও ৫০জন মোটরসাইকেল চালককে হেলমেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করা।

সোমবার (১৭ নভেম্বর) সকালে ২ঘন্টাব্যাপী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী সড়ক বিভাগ সংলগ্ন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম ও সড়ক বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিআরটিএ’র এই উদ্যোগ সড়ক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিরাপদ সড়ক নিশ্চিত করতে মানসম্মত হেলমেট ব্যবহার এবং সঠিক যানবাহন পরিচালনার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে বিআরটিএ এর সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, উপ বিভাগীয় প্রকৌশলী আবদুল্লা আল নোমান পারভেজ, সহকারী রাজস্ব কর্মকর্তা হারুনুর রশিদ, সড়ক বিভাগ সভাপতি আবদুন নুর, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, মুবিন খান, বোরহান উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর