আজ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জমকালো আয়োজনে পালিত কথা ৭১ এর ৫ম বর্ষপূর্তি

Spread the love

দুর্জয় দাশ: চট্টগ্রাম প্রেসক্লাবের সোনালি বিকেলে যেন একটু অন্যরকম উষ্ণতা ছড়িয়ে ছিল—কথা৭১ টিভির অঙ্গীকার “সুস্থ ধারার সংস্কৃতি, সত্যের সন্ধানে আমরা” যেন সেই আলোয় আরও স্পষ্ট হয়ে উঠছিল। এমন এক আবহেই জমকালো আয়োজনে পালিত হলো কথা৭১ টিভির ৫ম বর্ষপূর্তি, যেখানে অতিথি–অতিথিদের মিলনে তৈরি হয়েছিল সৌহার্দ্য, উদ্দীপনা আর এক ধরনের সাংস্কৃতিক ঐক্যের মঞ্চ।

বিকেল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কথা৭১ টিভির সম্মানিত উপদেষ্টা স্নিগ্ধা আচার্য। পুরো আয়োজনে নেতৃত্ব দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কবি ও নাট্যকার সজল কুমার নাথ। শুরুতেই শুভেচ্ছা বিনিময়ে গর্জন৭১ টিভির চেয়ারম্যান টুটুল কর্মকার এবং সাংবাদিক নিজ্জ্বল সাহা সত্যনিষ্ঠ সংবাদচর্চা ও সাংস্কৃতিক জাগরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সূচনা বক্তব্যে পপি দে স্মরণ করিয়ে দেন—কথা৭১ শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি একধরনের সাংস্কৃতিক দায়বদ্ধতা।

বিকেল ৪টায় শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুমন বড়ুয়া, যুগ্ম সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তিনি গণমাধ্যমের দায়িত্ব ও ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সত্য ও সমাজচেতনার চর্চায় কথা৭১-এর উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়। খ্যাতনামা গাইনি বিশেষজ্ঞ ডা. সোমা চৌধুরী ছিলেন সম্মানিত অতিথি হিসেবে। সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুকান্ত বড়ুয়া মুখ্য আলোচক হিসেবে তাঁর বক্তব্যে সামাজিক পরিবর্তন, মানবিকতা এবং সংস্কৃতি নিয়ে গভীর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে ছিলেন প্রদীপ কুমার দাশ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ; ড. মোঃ মোজাহেরুল আলম, বিভাগীয় প্রধান, মনোবিজ্ঞান বিভাগ, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ; এবং ড. শুক্লা রক্ষিত, সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের মহিলা সম্পাদিকা শিমু রানী দেব, যাঁর উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

বর্ষপূর্তিকে ঘিরে আয়োজন করা হয় গান, নৃত্য, কবিতা—নানান শিল্পময় পরিবেশনা। গুণীজন সংবর্ধনা ও উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ সম্মাননায় মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। কথা৭১ টিভির ৫ম বর্ষ উপলক্ষে তিনজন রত্নগর্ভা মাকে সম্মাননা দেওয়া হয়, যা উপস্থিত সবার আবেগকে ছুঁয়ে যায়।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিতা পান্থ নিতু ও অংকিতা আচার্য—তাদের প্রাণবন্ত উপস্থাপনা পুরো অনুষ্ঠানটিকে তরতাজা রাখে।

শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন পরিষদের আহ্বায়ক সরন সাহা, যিনি সকল অতিথি, সহযোগী সদস্য ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—“সত্য, ন্যায় ও সংস্কৃতির পথে কথা৭১ আরও শক্ত হয়ে দাঁড়াবে।”

চট্টগ্রামের এই সন্ধ্যা শুধু একটি বর্ষপূর্তি নয়; ছিল একটি ঘোষণা— সত্য, সংস্কৃতি আর মানুষের পক্ষে দাঁড়ানোর অভিযাত্রায় কথা৭১ টিভি আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে নিজের আলোর পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর