চন্দনাইশ প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা কমপ্লিট শাটডাইনকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা ঠেকাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে চন্দনাইশ উপজেলা এলডিপি ও ইউনিয়ন এলডিপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতবাড়িয়া ভগবান চৌধুরী হাট, নাজিরহাট, বরমা - বরকল সাতঘাটিয়া পুকুর পাড় ও বাগিচাহাট এলাকাসহ বিভিন্ন স্থানে এলডিপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহন করেন ও বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম, সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি ও চন্দনাইশ উপজেলা এলডিপির সহ-সভাপতি শামসুল আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, বরকল ইউনিয়নে এলডিপির সভাপতি আলহাজ্ব সাঈদ ইবনে খায়ের, হাশিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আবদুল মেম্বার, সাধারণ সম্পাদক মাস্টার আমিনুল ইসলাম, বরমা ইউনিয়ন এলডিপির সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ, গণতান্ত্রিক সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহরিয়া হোসেন ইমরান, গণতান্ত্রিক সেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আনিস মেম্বার, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়নে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম প্রকাশ গাছ সিরাজ, এলডিপি নেতা আবু তাহের, আনু মিয়া, জুলফিকার আলি ভুট্টো, ফয়েজুর রহমান লেদ, মহিউদ্দিন, আজিজ, আবু তালেব, রাশেদ সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এলডিপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।