চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে রান্নাঘরের চুলা থেকে লাগা আগুনে ৩ ভাই ও ১ বোনের টিনের বসতঘরসহ পাশ্ববর্তী দ্বি-তল বাড়ির ভবনের ছাদে ফার্ম পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নগর পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় বাড়ির আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ২০-২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেন— নগর পাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে আর মেয়ে আবুল কাশেম, আবদুল রহিম, আবদুল করিম ও হাজেরা বেগম এবং পাশ্ববর্তী ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক ইসমাইল আজাদ।
চন্দনাইশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাছান বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ১টি টিনের বসত ঘরের ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে আমরা কাজ করে যাচ্ছি।