আজ ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব অব চিটাগাং নতুন কমিটি গঠিত

Spread the love

নিউজ ডেস্ক: ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব অব চিটাগাং-এর নতুন কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৫ টায় নগরীর নাসিরাবাদ শেখ ফরিদ মার্কেটের ৩য় তলায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লায়ন কাজী মোহাম্মদ আলাউদ্দিন আজাদ এবং সঞ্চালনা করেন লায়ন কাইছার ইকবাল চৌধুরী।

মতবিনিময় শেষে সর্বসম্মতিক্রমে লায়ন কাজী মোহাম্মদ আলাউদ্দিন আজাদকে সভাপতি এবং লায়ন মো. কাইছার ইকবাল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২০২৫–২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, অর্থ সম্পাদক সোহেল মিয়াজী, দপ্তর সম্পাদক মো. লিয়াকত আলী, ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক সম্পাদক মো. ইমরান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সাজ্জাদ।

নবনির্বাচিত সভাপতি লায়ন কাজী মোহাম্মদ আলাউদ্দিন আজাদ বলেন, ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব সবসময়ই প্রান্তিক উদ্যোক্তা ও ট্রাভেল ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছে। নতুন কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে সেক্টরকে আরও শক্তিশালী ও আধুনিক করতে কাজ করবে।

সাধারণ সম্পাদক লায়ন মো. কাইছার ইকবাল চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য হবে ট্রাভেল এজেন্টদের স্বার্থরক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কপিল উদ্দীন, কাজী আব্দুর রাজ্জাক, মো. শফিউল আজম, মো. এমদাদুল ইসলাম, মো. আকিল শাহ, মো. আজাদ মিয়া, মো. মোস্তফা, মো. ইব্রাহীম এবং মোৎ. ইরফান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর