আজ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরমায় এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরীর জনসংযোগ ও ৩১দফার প্রচারপত্র বিলি

Spread the love

সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশের বরমা ধামাইরহাটে গণসংযোগ ও স্থানীয় জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচীর লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকার বিএনপি তথা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচী প্রচারের অংশ হিসেবে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ১৪ নভেম্বর শুক্রবার বিকেলে পালিত হয় ।

এ সময় তিনি বলেন- জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল মাবুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শহীদ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, বিএনপি নেতা মেম্বার এখলাছ চৌধুরী, জগীর আহমদ সওদাগর, জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য ফারুক মিয়া, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মীর মোহাম্মদ এহসানউল্লা, সাবেক ব্যাংকার খোরশেদ আলম, বিএনপি নেতা মো. জসীম উদ্দিন, মো. আবদুর রহীম, হাজী কামাল উদ্দিন তালুকদার, মো. বাবুল হোসেন, রায়হান উদ্দীন তানিম, মো. নুরুল ইসলাম, নাজিম উদ্দিন, মোজাম্মেল হক, আহমদ শফি, আবদুল মুজিব, মো. ফারুক, রুবেল, রাশেদুল আলম সুমন, আবদুল আলিম, রহমান প্রমুখ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর