চন্দনাইশ প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চন্দনাইশ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার সদর কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোতাহের মিঞাকে সভাপতি ও আলহাজ্ব আকতার আলমকে সাধারণ সম্পাদক সহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি তিন বছরের জন্য ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, বিশেষ বক্তা ছিলেন এলডিপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন এলডিপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, শিল্প বিষয়ক সম্পাদক আহমদ নবী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম. আইনুল কবির, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোঃ লিয়াকত আলী, সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শামসুল আলম, যুগ্ম আহবায়ক যথাক্রমে নজরুল ইসলাম আব্দুল
আলহাজ্ব সাঈদ বিন খায়ের, মোহাম্মদ আমিনুল ইসলাম রাশেদ প্রমুখ। সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।