
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে তিন মাদক সেবনকারীর প্রত্যেককে ১১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১০নভেম্বর দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার এলাকায় মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে এ সাজা দেওয়া হয়।
মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।
এ বিষয়ে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আটকরা হলেন- চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার দোহাজারী ডাক বাংলো কলোনী পাড়া এলাকার মৃত বশির খানের ছেলে মোহাম্মদ শাকিল খান, চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা বড়পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রুবেল ও সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ শাকিল। এই তিন জনের কাছ থেকে মাদক জব্দ করা হয়।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় (খ সার্কেল)-এর উপপরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন, চন্দনাইশ থানার এসআই সাইফুল ইসলাম, চন্দনাইশ ভূমি অফিসের নাজির আরিফুল হক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং চন্দনাইশ থানার একদল পুলিশের সদস্য।
Leave a Reply