আজ ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধীর বসতঘর ভাংচুর ও হামলার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন

Spread the love

সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশে রতন দাশ (৫০) নামে এক প্রতিবন্ধীর বসতঘর ভাংচুর ও পরিবারের সদস‍্যদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মাইগাতা এলাকায় অভিযুক্ত মৃত শৈলেন্দ্র দাশ প্রকাশ অনিল দাশ এর ছেলে কৃঞ্চ দাশ (৪৫), ও বাবু দাশ (৪২), কৃঞ্চ দাশের ছেলে সৌরভ দাশ (২১), মৃত আশিস দাশ এর ছেলে সাগর দাশ (৩০), বাবু দাশ এর ছেলে অনিক দাশ (১৮) এর বিরুদ্ধে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী বাপ্পী দাশ, শঙ্কর দাশ, রূপনা দাস, মধু দাশ, উর্মি দে, পূর্ণিমা দাশ, দুলাল দে, দীপ্তি দাশ, কৃষ্ণা দাশ, ঝর্ণা দাশ প্রমুখ। বক্তারা বলেন- বাপ্পী দাশ তার শ্বাশুড়ির খরিদকৃত বসত ভিটায় প্রতিবন্ধী স্বামীকে নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিল। সে ভিটায় পুরনো মাটির ঘর নষ্ট হয়ে গেলে তারা সেটি ভেঙে ঝুঁকিপূর্ণ হলে টিনশেট ঘর নির্মাণ করেন। সম্প্রতি টিনের ঘরও নষ্ট হয়ে গেলে সেট পুনরায় মেরামত করে।

এ অবস্থায় অভিযুক্ত বিবাদীগন তাদের বিরুদ্ধে নানা রকম মিথ‍্যা অভিযোগ, ভুয়া ও ভিত্তিহীন দাবি তুলে তাদের বসতভিটা দখল করার পাঁয়তারা করেন। পরবর্তীতে কিছুদিন আগে গভীর রাতে অভিযুক্ত কৃঞ্চ দাশের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হঠাৎ বাপ্পী দাশের বসতঘর ভাংচুর করতে থাকে। তারা তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। যা ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদও প্রকাশ হয়েছে। ঘটনার পরের দিন চন্দনাইশ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে বাপ্পী দাশ বাদী হয়ে অভিযোগ দায়ের করা হয়।

ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের ও সংবাদ প্রকাশ করায় অভিযুক্ত ব্যক্তিরা আরো বেশী ক্ষিপ্ত হয়ে পুনরায় তাদের পরিবারকে মামলা-হামলাসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করছে। এমতাবস্থায় ভুক্তভোগী ভীতসন্ত্রস্ত পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তার চেয়ে মানববন্ধনের আয়োজন করেন। এ মানববন্ধনে এলাকার বহু নারী, পুরুষ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর