চন্দনাইশ প্রতিনিধি: কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িকতার ডানপন্থী গোষ্ঠীর আস্পালন রুখতে গণমানুষের ঐক্য ও সংগ্রাম এগিয়ে নিয়ে একটি বাম-গণতান্ত্রিক সরকার গঠনের জন্য কমিউনিস্ট পার্টির উদ্যোগে আগামি ১৪ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের সফল করার জন্য চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ সফল করার লক্ষে সারা দেশে পথসভা ও ঝটিকা সফর করছে কেন্দ্রীয় কমিটি। তারই ধারাবাহিকতায় চন্দনাইশেও এই পথসভার আয়োজন করা হয়।
চন্দনাইশ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুল নবীর সভাপতিত্বে ও চন্দনাইশ উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিমুল কান্তি ধরের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসলাম খান। বিশেষ অতিথি ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক কমরেড শওকত আলী, সদস্য অলক দাস, আবুল কালাম চাষী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই দেশে আজ পর্যন্ত যতগুলো সরকার ক্ষমতায় এসেছে কোন সরকারই সাধারণ মানুষ কিংবা শ্রমিক শ্রেণির মানুষের জন্য কাজ করেনি। শ্রমিক শ্রেণির মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। শ্রমিকের সকল অধিকার আদায়ের জন্য কমিউনিস্ট পার্টি ও বামপন্থীরা রাজপথে থেকে লড়াই করে যাচ্ছে। তাই আগামি নির্বাচনে শ্রমিকের প্রতিনিধিত্ব করার জন্য বামপন্থীদের সরকার গঠন করতে হবে।
এ জন্য সকল মানুষকে লাল ঝান্ডার নিচে সমবেত হওয়ার আহবান জানান তারা।