আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা কমিটির আইডি কার্ড বিতরণ 

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে চন্দনাইশ উপজেলা শাখার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির নির্দেশে সমাজের উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান সহ নানান কর্মসূচি পালিত হয়।

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিন নিরব এর সঞ্চালনায় এবং সি: সহ-সভাপতি আন্নার আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাহার বিল্ডার্সের চেয়ারম্যান, সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জাফর আলী হিরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সহ-সভাপতি মো সৈয়দ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান, প্রচার সম্পাদক মো রাশেদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো ইউসুফ, আইন বিষয়ক সম্পাদক মো নুরুল আবছার, সহ আইন বিষয়ক সম্পাদক মো : তারেক আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো: ফোরকান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার, নারী বিষয়ক সম্পাদক মুন্নী বডুয়া, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: রফিক মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক শফিউল হোসেন, মোহাম্মদ হোসেন, সোহেল প্রমূখসহ উপজেলা কমিটির সকল সদস্যগন।

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্দেশে সমাজের উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখায়, চন্দনাইশ শাখার পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখা অল্প সময়ের মধ্যে সমাজের বিভিন্ন আইন সমস্যা, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদক বিরোধী সভা সমাবেশ করে বেশ সুনাম অর্জন করেছেন। যা বাংলাদেশের অন্য কোনো শাখার অল্প সময়ে দ্রুত সমাধান করতে পেরেছে কিনা জানি না। আমাদের নেতৃবৃন্দের কঠোর পরিশ্রমে এ সুনাম অর্জন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর