আজ ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেতৃত্বের ভুল ধারণা ভাঙলেন জাহাঙ্গীর আলম, তরুণ শিক্ষার্থীরা অনুপ্রাণিত

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রামে আইজিএমআইএস-এর আয়োজনে “Leading Yourself: You are The Motivator” শীর্ষক একটি বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

সাস্টেইনেবিলিটি প্র্যাকটিশনার মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এই ওয়ার্কশপে অংশ নেন বিবিএ ও এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা। আরো উপস্থিত ছিলেন আইজিএমআইএস এর প্রিন্সিপাল এস.এম জাকির হোসাইন,ভাইস-প্রিন্সিপাল পুষ্প বড়ুয়া ও ফ্যাকাল্টি নরেন সাহা।

উপস্থাপনায় নেতৃত্বের ১০টি প্রচলিত কিন্তু ভ্রান্ত ধারণা (Myth) নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে—চারিত্রিক আকর্ষণই নেতৃত্বের মূল উপাদান, নেতৃত্বের জন্য কর্তৃত্ব প্রয়োজন, দুর্বলতা দেখানো যাবে না, পশ্চিমা নেতৃত্ব মডেলই সর্বজনীন—ইত্যাদি। বাস্তব জীবন ও বৈশ্বিক উদাহরণের মাধ্যমে তিনি দেখান কীভাবে এসব ধারণা প্রকৃত নেতৃত্বের পথে বাধা হয়ে দাঁড়ায়।

এছাড়াও সিচুয়েশনাল লিডারশিপ মডেল, সেলফ-লিডারশিপ, মাইন্ডসেট ম্যানেজমেন্ট, লক্ষ্য নির্ধারণ ও সম্পর্ক গঠনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওয়ার্কশপটির মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে তাদের ভেতরের নেতাকে চিনতে সাহায্য করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর