
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া থেকে হুমাম কাদের চৌধুরী বিএনপির মনোনয়ন পাওয়ার পর এবার তার সমর্থনে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন নেতৃবৃন্দ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়ী এলাকায় উঠান বৈঠক ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ সওদাগর৷ প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ সভাপতি ওয়াকিল আহমেদ তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য জাহেদুল আলম চৌধুরী, উত্তরজেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন লিটন, উত্তরজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা জিয়ামঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. মহিউদ্দিন, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন আরফাত প্রমুখ৷ সঞ্চালনা করেন বিএনপি নেতা নূর মোহাম্মদ। নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হুমাম কাদের চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
Leave a Reply