আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লায়ন আসলাম চৌধুরীকে সীতাকুণ্ডে মনোনয়ন দেয়ার দাবীতে রাঙ্গুনিয়ায় সংবাদ সম্মেলন

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড, আকবর শাহ, পাহাড়তলী আংশিক) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফ.সি.একে মনোনয়ন দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন রাঙ্গুনিয়ার একটি কমিউনিটি সেন্টারে বুধবার (৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইফতেখার উদ্দীন রোবেল। লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় তার দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের অবমূল্যায়ন হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদে নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট ক্ষোভ নিয়ন্ত্রণে ধৈর্য্য ধারণ এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলার সরফভাটা ইত্যাদি চত্বরে “ন্যাশনালিস্ট এসোসিয়েশন জাতীয়তাবাদী মৈত্রী চট্টগ্রাম উত্তর জেলা”-এর উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল বয়ান, মো. নজু মেম্বার, মুহাম্মদ হাবিব, মো. শফিক, জানে আলম, মো. ফোরকান, মো. সাবের, মো৷ সিদ্দিক, মো. শাহাদাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে এস এম ইফতেখার উদ্দীন রুবেল বলেন, “অধ্যাপক মো. আসলাম চৌধুরী বিএনপি’র দুর্দিনে দলের জন্য অগণিত ত্যাগ স্বীকার করেছেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতার প্রতি অবমূল্যায়ন কর্মী-সমর্থকদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। আমরা বিশ্বাস করি, দলের হাইকমান্ড এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁকে যথাযথ সম্মান ও দায়িত্বে পুনর্বহাল করবেন।”

বক্তারা আরও বলেন, “দলের ঐক্য অটুট রাখতে এবং নেতাকর্মীদের হতাশা নিরসনে এখনই ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ সময়ের দাবি। বিএনপির উত্তর চট্টগ্রাম ঘাঁটি আগের মতো শক্তিশালী করতে আসলাম চৌধুরীর বিকল্প নেই।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে দাবি জানান—দলের প্রতি নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর মনোনয়ন পুনর্বিবেচনা করে তাঁকে প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে আনার দাবী জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর