আজ ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বৃত্তিপ্রাপ্ত ওমাইয়া সিদরাতুল মুনতাহার নিকট চেক তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ

Spread the love

নিউজ ডেস্ক: হাইদগাঁও প্রতিভা সন্ধানী বৃত্তি প্রদান অনুষ্ঠান পটিয়াস্থ গাউছিয়া কমিউনিটি সেন্টারে বিশিষ্ট কৃষিবিদ, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জালাল উদ্দীন, প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট মো. জালাল উদ্দীন।

হাইদগাঁও কিশোর কন্ঠ পাঠক ফোরামের সভাপতি সাজ্জাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় আবরার নুহিনের পবিত্র কোরান হতে তেলাওয়াতের মাধ্যমে অনুস্ঠান শুরু হয়। উদ্ধোধনী বক্তব্য রাখেন সিডিএ বোর্ড মেম্বার, দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার ইউসুফ জালাল টিটু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ছাত্রনেতা দক্ষিণ জেলা ছাত্রদলের সংগঠক তারেক রহমান,এ. জে. ফাউন্ডেশনের চেয়ারম্যান মাইমুনুল ইসলাম মামুন,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পটিয়া শহর শাখার সভাপতি বিশিষ্ট ছাত্রনেতা মাহাবুব উল্লাহ, এডভোকেট ইউসুফ সোহেল, কৃষিবিদ দীপন চৌধুরী, কৃষিবিদ আবদুল করিম, জয়নাল আবেদীন, মাষ্টার নুরুল ইসলাম, বাবু রণজিৎ চৌধুরী, আইয়ুব আলী হিরু, বিশিষ্ট ব্যাংকার সিরাজুল হক সুমন, ব্যাংকার আবদুল মোমেন, সহকারী শিক্ষক চৈতী চৌধুরী, সহকারী শিক্ষক জোবায়দা নাহার শারমিন এবং মোরশেদ খান।

অনুষ্ঠানে ওমান প্রবাসী আন্তর্জাতিক কৃষি পণ্য রপ্তানি কারক জনাব মো. নাজিম উদ্দিনকে সিআইপি নির্বাচিত হওয়ায় ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। হাইদগাঁও প্রতিভা সন্ধানী বৃত্তি ২০২৪ এর ফলাফলের উপর ভিত্তি করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার তুলে দেয়া হাইদগাঁও হ্যান্ডস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চৈতী চৌধুরীর হাতে।

২০২৪ এর বৃত্তি পরীক্ষায় ৩য় থেকে ৫ম শ্রেণিতে ১ম স্থান অধিকারকারী যথাক্রমে হাইদগাঁও চৌধুরীপাড়া স.প্রা. বিদ্যালয়ের ওমাইয়া সিদ্রাতুল মুনতাহা, দক্ষিণ হাইদগাঁও স. প্রা. বিদ্যালয়ের নুসাইবা তুনাজ্জিন, এম. আই. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিবাকর চৌধুরী।এছাড়া ও ৬০ জন শিক্ষার্থীকে বিভিন্ন অংকের বৃত্তি ও পুরষ্কার প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিশুরা নরম মাটির মত। উৎসাহ, উদ্দীপনা ও সঠিক গাইডলাইনের মাধ্যমে শিশুদেরকে আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর