আজ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালী সমিতি চট্টগ্রামের নতুন কমিটি গঠিত

Spread the love

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী সমিতি চট্টগ্রাম (রেজি: চট্ট–১৮৬০/৯৪) এর ২০২৫–২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল এর যৌথ সাক্ষরে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। রবিবার বিকেলে চট্টগ্রামের কোর্টহীল কোতোয়ালী সমিতির কার্যালয় এনেক্স ভবন–১’এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরী, সহ-সভাপতি দৌলত আকবর চৌধুরী ও মারুফুল হক চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস ছবুর, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাকেরুল ইসলাম সাকিব, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক জসীম উদ্দীন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, দপ্তর সম্পাদক সাংবাদিক শিব্বির আহমেদ রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের চৌধুরী, সমাজসেবা সম্পাদক হাফেজ মোহাম্মদ জাবের হোসেন, সদস্য অ্যাডভোকেট শওকত ওসমান ও অধ্যাপক ফয়জুল্লাহ ফয়েজ।

কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাঁশখালীবাসীর ঐক্য, পারস্পরিক সহমর্মিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমিতিকে আরও সক্রিয় ও জনকল্যাণমুখী করার লক্ষ্যেই আমরা কাজ করব।’

অন্যদিকে সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল জানান, ‘সমিতির মাধ্যমে শিক্ষাবৃত্তি, সামাজিক সহযোগিতা, চিকিৎসা সহায়তা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর চট্টগ্রামের জামালখান দাওয়াত রেষ্টুরেন্ট কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর