আজ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়া সরকারি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংক রাঙ্গুনিয়া কলেজ শাখার আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে “স্কুল ব্যাংকিং ও আর্থিক সাক্ষরতা” বিষয়ক আলোচনা সভা কলেজের হলরুমে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রামের মূখ্য আঞ্চলিক কার্যালয় (পূর্ব) বিকেবি মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু রায়হান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক রাঙ্গুনিয়া কলেজ শাখার ব্যবস্থাপক মুন্না দে। বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোকতার হোসেন, আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, মো. ইফতেখার হোসাইন। সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া কলেজ শাখা কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আবু তাহের আজাদ।

শেষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পরে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বক্তারা শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্ধুদ্ধ করেন এবং অপ্রয়োজনীয় খরচ বাঁচিয়ে বিনামূল্যে কৃষি ব্যাংকে হিসাব খুলে সঞ্চয় করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর