আজ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী নদীতে মাছের পোনা অবমুক্ত

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধি: যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড যুবদলের তত্বাবধানে কর্ণফুলী নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এই কর্মসূচী পালন করেন তিনি।

এসময় তিনি বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর অংশ হিসেবে ৭ ও ৮ নং ওয়ার্ড যুবদলের তত্বাবধানে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর অনুপ্রেরণায় আমরা কর্ণফুলী নদীতে মাছের পোনা অবমুক্ত করেছি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে একদিকে কৃষি বিপ্লব ঘটিয়েছেন, অন্যদিকে মাছ চাষের উপযুক্ত করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নিজেও অতীতে বাংলাদেশের অনেক উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমরা দলের কর্মী এবং দেশের সচেতন নাগরিক হিসেবে দেশ উন্নয়নমূলক সে ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল সাত্তার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মুহাম্মদ সেলিম, সরফভাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহেদুল ইসলাম, সোহেল, সাহেদ চৌধুরী,মন্জু, রহিম, এমরান, মো:আলম, সিরাজ, আরফাত, মোজাহের, ইমরান, টিফু, আপন, সাকিব প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর