
আব্দুল কাদের চৌধুরী: পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি থানা জামায়াতের কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ।সভা পরিচালনা করেন থানা জামায়াতের অফিস সম্পাদক মোঃ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন,জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ এবং ইসলামী ছাত্রশিবির ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি নাঈম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক হৃদয়বিদারক অধ্যায়। তাঁরা শহীদ নেতাকর্মীদের ত্যাগ ও আদর্শকে স্মরণ করে তাঁদের রূহের মাগফিরাত কামনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply