বিশেষ প্রতিনবধি: চন্দনাইশে হযরত শাহ আমিনুল্লাহ (রহ.) মাহবুব নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার অভিভাবক সমাবেশ, পুরুস্কার বিতরণ ও হযরত শাহ আমিনুল্লাহ হাফেজিয়া এতিমখানার হেফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান গত ২৫ অক্টোবর চন্দনাইশ মাহবুব চৌধুরী মার্কেট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। মাওলানা ছৈয়দুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের সভাপতি ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী (অব:), উদ্বোধন ছিলেন রিপাবলিক ইন্স্যুরেনস্ট কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর মুহাম্মদ আবদুল রহমান, বিশেষ অতিথি ছিলেন মো. কামরুল হাছান, মাওলানা আবদুল জব্বার, মাওলানা আব ইউসুফ নুর, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, ফেরদৌস ওয়াহিদ, হেলাল উদ্দীন, জসীম উদ্দীন, মো. নজরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, আবুল কালাম, শিক্ষক যথাক্রমে নুরুল আবছার, হাফেজ ফোরকান উদ্দীন, হাফেজ আবদুল আলীম, আবদুল কাদের জুয়েল, হাফেজ ইরফান উদ্দীন, হাফেজ শরীফ, সালাউদ্দীন, তানভীর প্রমূখ। অনুষ্ঠান শেষে ট্যালন্টফুল ছাত্র/ছাত্রীদের মধ্যে ৩২ জনকে সনদ, ১২ জন হাফেজকে পাগড়ী প্রদান করা হয়।
Leave a Reply