
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামে চন্দনাইশ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, উপজেলার সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশনের সাত দিন মেয়াদি ব্লক-প্রিন্টিং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজের হলরুমে ত্রিশ জন যুবতীদের সাত দিন মেয়াদি ব্লক- প্রিন্টিং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেম উদ্দীন চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সংগঠনের উপদেষ্টা ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌফিক আলম চৌধুরী, সাধারণ সদস্য মো. লোকমান হাকিম, প্রশিক্ষক সেলিনা আক্তার রওশন ও প্রশিক্ষনার্থী ইমু আক্তার।
Leave a Reply