
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষ্যে গণসংযোগ চালিয়েছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মোহাম্মদ মহসিন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাহাতিয়া দরবার শরীফ জিয়ারতের মাধ্যমে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। এরপর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মরিয়মনগর বিএনপি নেতা মো. রাসেল, সুলতান মালেক টিপু, মুজিবুল হক, জালাল উদ্দিন মেম্বার, মো. মাহবুব মেম্বার, নুরুল আবছার মেম্বার, বাবলু বড়ুয়া, সামশুল ইসলাম, মো. ইমরান মাষ্টার, মো. রুবেল, মো.দিদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ মহসিন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের সময় রাঙ্গুনিয়ার নির্যাতিত জনগণের পাশে ছিলাম। জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকার ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। অনেক নির্যাতিত হয়েছি। দলের কাছে আগামী নির্বাচনে নমিনেশন চাইব। দল মনোনীত করলে অবহেলিত রাঙ্গুনিয়ার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভঙ্গুর অবস্থা পর্যালোচনা করে রাষ্ট্র মেরামতের ৩১দফা উপস্থাপন করেছেন।
এ দফাগুলো বাস্তবায়ন করতে পারলে সত্যিকার অর্থে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে। তিনি ধানের শীষের বিজয়ের জন্য নেতাকর্মীসহ রাঙ্গুনিয়াবাসীর সহযোগিতা কামনা করেন।
Leave a Reply