আজ ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় গাউছিয়া তৈয়্যবিয়া ক্বাছিমিয়া সুন্নিয়া মাদ্রাসায় অভিষেক ও পরিচিতি সভা

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত উত্তর ঘাটচেক গাউছিয়া তৈয়্যবিয়া ক্বাছিমিয়া সুন্নিয়া মাদ্রাসা’র নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা মাদ্রাসার মাঠে শনিবার (২৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার দাতা সদস্য হাজী মো. মহররম মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক মো. মাহবুবুল আলম সওদাগর। উদ্বোধক ছিলেন মো. তালিমুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুল শুক্কুর৷ বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি মো. আবদুল শুক্কুর সওদাগর, সাধারণ সম্পাদক মো. এসকান্দর শাহ, মো. এরশাদুর রহমান, মো. জাহাঙ্গীর আলম সওদাগর, মো. আবদুল মান্নান, মো. হোসেন সওদাগর, এস এম নুরুল আরমান, আবু বক্কর সিদ্দিক দিদার, মাদ্রাসার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক মো. রুবেল, সদস্য মো. বেলাল প্রমুখ৷ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের বরণ করে নেয়া হয় এবং তারা বক্তব্যে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি মাদ্রাসার উন্নয়নে সকল স্তরের জনসাধারণের সহায়তা কামনা করেন সংশ্লিষ্টরা। শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর