আজ ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাওলানা সৈয়দ মোহাম্মদ আরিফুল হাই (কঃ) এর নামাজে জানাজা সম্পন্ন

Spread the love

নিউজ ডেস্ক: আজ পবিত্র মির্জাখীল দরবার শরীফে হাজারো মুরিদ, আশেক ও অনুসারীর অশ্রুসিক্ত ভালোবাসার মধ্য দিয়ে সম্পন্ন হলো দরবারের চতুর্থ প্রাণপুরুষ, পরম শ্রদ্ধেয় পীর-মুর্শিদ, শাহ জাঁহাগীর তাজুল আরেফীন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (কঃ)-এর নামাজে জানাজা।

সবুজ গম্বুজের আঙিনায় আকাশ-বাতাস আজ যেন শোকের আবরণে ঢাকা। প্রিয় মুর্শিদের শেষ দর্শন নিতে দূর-দূরান্ত থেকে আগত আশেকানদের ঢল নেমেছে জানাজার নামাজে।

দরবার শরীফ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকালে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চিরন্তন প্রভুর সান্নিধ্যে গমন করেন। তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে মির্জাখীল দরবার শরীফসহ দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য ভক্ত-মুরিদ, আশেক ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও বেদনায় স্তব্ধ হয়ে পড়েন।

আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে আট টায় তাঁহার (কঃ) নামাজে জানাজা সাতকানিয়া বালাবাজারস্থ পবিত্র মির্জাখীল দরবার শরীফে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেছেন তাঁহার জানশীন ও সাহেবে সাজ্জাদাহ হজরত ড. মৌলানা সৈয়দ মোহাম্মদ মকসুদুর রহমান সাহেব। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর