আজ ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নুরুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কান্তি দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল আলম, জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আইয়ুব, বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য সাবেক ব্যাংকার আলহাজ্ব নুরুল আলম, বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক শ্যামল সুশীল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, বিএনপি নেতা আইনুল হুদা চৌধুরী, এলডিপি নেতা শাখাওয়াত হোসেন চৌধুরী, সমাজসেবক আয়ুব চৌধুরী, সাংবাদিক আবদুল মুবিন, সাংবাদিক আরাফাত হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরুণ দাশ, সিনিয়র সহকারী শিক্ষক মো: তারেক হোসেন, সহকারী শিক্ষক মো: আইয়ুব, সহকারী শিক্ষক হাসমিনা হক লিসা, সহকারী শিক্ষক জান্নাতুল নুর রিফা, সহকারী শিক্ষক মুন্নী বড়ুয়া সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ছাড়া ভালো ফলাফল সম্ভব নয়। বিদ্যালয়ে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, সহপাঠ কার্যক্রম ও শিক্ষক-অভিভাবক নিয়মিত যোগাযোগ শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, অভিভাবক ও শিক্ষক একসাথে কাজ করলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। অভিভাবকরাও বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বলেন, সন্তানদের পড়াশোনা ও বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলার বিষয়ে পরিবার থেকেই সচেতনতা বাড়াতে হবে। তারা নিয়মিত এ ধরনের মতবিনিময় সভার আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর