
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে হযরত মোয়াজ্জিন শাহ্ (রা:) মাজার বাড়ি এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই- ইয়াজদাহুম উদযাপন উপলক্ষ্যে ১৭তম আজিমুশশান মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে হযরত মোয়াজ্জিন শাহ্ (রা:) মাজার শরীফ সংলগ্ন মাঠে আজিমুশশান মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
প্রধান ওয়ায়েজিন ছিলেন চট্টগ্রাম ছিপাতলী জামেয়া গাউছিয়া মুইনিয়া কামিল মাদ্রাসা আরবী প্রভাষক মুফতি মাওলানা মঈনুদ্দীন খান মামুন আল-কাদেরী (মা.জি.আ.)। এসময় বিশেষ ওয়ায়েজিন ছিলেন মাওলানা ইমরান হোসাইন আল-কাদেরী (মা.জি.আ.), মাওলানা মুহাম্মদ নুর হোসাইন আল-কাদেরী (মা.জি.আ.), হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক আল-কাদেরী (মা.জি.আ.)।
কমরেড আব্দুল নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস এম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বদিউল আলম, বি এন পি নেতা মিজানুর রহমান মিন্টু, ছাত্রদলনেতা আরিফুল ইসলাম সম্রাট, লোকমান হাকিম, মোহাম্মদ ফারুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । পরিশেষে মিলাদ, কিয়াম, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
Leave a Reply