আজ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির শপথ গ্রহণ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পুরাতন কলেজ গেইট গাছবাড়িয়া স্কুল মার্কেট সংলগ্ন এলাকায় উক্ত শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. রাকিব হাসান।

অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করান গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন। শপথ গ্রহণ শেষে নতুন কমিটির সবাইকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

গাছবাড়ীয়া কলেজ গেইট প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব অলি আহমদ সওদাগরের সভাপতিত্বে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মোহাম্মদ সরওয়ার আহসানের সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক কমিটির সদস্য কাজী কুতুব উদ্দিন, মোহাম্মদ কমরুদ্দীন, আবদুল আলীম বেলাল, জসীম উদ্দিন, আবদুল ছালাম, ফজলে আজম চৌধুরী, আবদুর নুর, আমিনুল ইসলাম, কাজি মিনহাজ উদ্দিন, জুলফিকার আলী ভুট্টো, গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি মোঃ সোলায়মান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোসলেম মিয়া, অর্থ সম্পাদক মেহেরাজুল ইসলাম মেহেরাজ, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আবু তালেব হিরু, সহ প্রচার ও দপ্তর সম্পাদক রাজীব দে সহ সকল ব্যবসায়ীরা।

উল্লেখ যে, গত ২৬ সেপ্টেম্বর গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে মোজাম্মেল হক তালুকদারকে সভাপতি এবং মোহাম্মদ কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর