চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভার সহকারী কর আদায়কারী আজম খাঁনের মেজভাই বদরুল হক খাঁন (৬৩) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বদরুল হক খাঁন চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড গাছবাড়িয়া কলঘর জান মোহাম্মদ পাড়া এলাকার মরহুম ফোরক মেম্বারের দ্বিতীয় ছেলে।
চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড গাছবাড়িয়া কলঘর জান মোহাম্মদ পাড়া শাহী জামে মসজিদে বৃহস্পতিবার সকাল ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
বদরুল হক খাঁনের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে চন্দনাইশ পৌরসভা। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply