চন্দনাইশ প্রতিনিধি: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’— এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি’র উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২২ অক্টোবর) বিকেলে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, ছড়াকার ও সাংবাদিক ছৈয়দ শিবলী ছাদেক কফিল, বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে শাখাওয়াত হোসেন, রনজিৎ কুমার দে, মিতা বড়ুয়া, বিজন চক্রবর্তী, মৃদুল কান্তি পাল, কামাল উদ্দিন, মোঃ হোসাইন শাহীন, মনজুর উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আনোয়ার প্রমুখ।
ছড়াকার শাহজাহান আজাদ তাঁর বক্তব্যে বলেন, ১৯৯৩ সালে ২২ অক্টোবর গাছবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের পত্নী জাহানারা কাঞ্চন মারা যান। এরপর থেকে অভিনেতা ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক আন্দোলন শুরু করেন। নিরাপদ সড়ক চাই (নিসচা)’র অনুরোধে সরকারের উদ্যোগে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
Leave a Reply