চন্দনাইশ প্রতিনিধি: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই শ্লোগানে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৫ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফরহাদ উদ্দিন
প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য প্রাণ ঝরছে অসচেতনতা, অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং ও নিয়ম না মানার কারণে। শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারী সবার মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে হবে। বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতে নিয়মিত প্রশিক্ষণ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা, ওভারটেকিং নিয়ন্ত্রণ এবং যাত্রীবাহী যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা জোরদারের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ রাজিব হোসেন বলেন, সরকার বিভিন্ন আইন, নিয়ম ও সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছে, তবুও মৃত্যুর মিছিল থামছে না। যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা বাড়লেই দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। তিনি আরও বলেন, চালকদের মানসম্মত প্রশিক্ষণ, রাস্তার মান উন্নয়ন ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা নিরাপদ সড়ক গড়ে তুলতে পারি। জনসচেতনতা ও সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না।
Leave a Reply