আজ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের ব্লক বাটিক প্রশিক্ষণ: নারীদের স্বনির্ভরতার নতুন দিক উন্মোচন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেকারত্ব কমানোর লক্ষ্যে ৭ দিনের ব্লক বাটিক কারুশিল্প প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) উপজেলার আমানত ছফা বদরুন্নেসা মহিলা কলেজে ৩০ জন বেকার যুবতী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ব্লক বাটিক কারুশিল্পে দক্ষতা অর্জন করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে মনে করেন আয়োজনরা।

জানা গেছে : প্রশিক্ষণকালীন প্রত্যেককে ৬০০ টাকা যাতায়াত ভাড়া এবং প্রশিক্ষণ শেষে সরকারি স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে।

এ শিক্ষামূলক উদ্যোগ এলাকার নারী ও যুবাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি আর কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে, যা তাদের নিজস্ব সমাজে শক্তিশালী ভূমিকা রাখার পথ প্রশস্ত করবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) বলেন, “আমরা দীর্ঘদিন ধরে যুব উন্নয়নে কাজ করে আসছি। এই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান বিশ্ব অর্থনীতিতে চাকরির সুযোগ সীমিত হওয়ায় বেকারত্বের সমস্যা ক্রমশ বাড়ছে। এই সংকট থেকে উত্তরণে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ উপায়। আমরা সকলের কাছে আবেদন জানাই, যেন তারা নিজেদের দক্ষতা উন্নয়নে এগিয়ে এসে স্বনির্ভরতা অর্জনের পথে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর