আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে মানবাধিকার সংগঠন “কাশফুল” এর নব-কমিটি গঠন

Spread the love

আব্দুল কাদের চৌধুরী: ফটিকছড়িতে মানবাধিকার সংগঠন “কাশফুল সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এন্ড লিগ্যাল এইড” -এর নব কমিটি গঠিত হয়েছে।

নব কমিটির ঘোষণা এবং সদস্যদের নিয়োগ পত্র প্রদান অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় ফটিকছড়ি সদরের হোটেল ফোর স্টার জামানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি জনস্বার্থ রক্ষা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, কাশফুল সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এন্ড লিগ্যাল এইড-এর প্রধান কার্যালয়ের কো অর্ডিনেটর আব্দুর রহিম, ফটিকছড়ি পৌরসভার সম্মানিত কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তারা কাশফুল সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি (KSDS)-এর মানবাধিকার ও লিগ্যাল এইড কার্যক্রমকে প্রশংসা করেন এবং সমাজসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ফটিকছড়ি উপজেলা কমিটির নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি পদে মোহাম্মদ আলাউদ্দিন এবং সাধারন সম্পাদক পদে সাংবাদিক আব্দুল কাদের চৌধুরী নির্বাচিত হন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নতুন কমিটির সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর