আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অসুস্থ রোগীর চিকিৎসার্থে অনুদান দিল ইমামে আ’লা হযরত সুন্নীপরিষদ

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ীর মুদির দোকানদার আবু তাহের জঠিল রোগে আক্রান্ত হয়েছেন। ব্যয়বহুল চিকিৎসা ব্যয় নির্বাহে সমাজের ভিত্তবানদের সহায়তা কামনা করেন তিনি। তার চিকিৎসার্থ আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছে আধ্যাত্মিক সুন্নীয়তের অরাজনৈতিক মানবতার সংগঠন ইমামে আ’লা হযরত সুন্নীপরিষদ।

সংগঠনের প্রতিষ্ঠাতা পৃষ্ঠাপোষক সাহেদ আলম আশরাফী কাছে সাংগঠনিক ভাবে আর্থিক সহযোগিতা প্রস্তাব করেন। এর প্রেক্ষিতে তিনি সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর রানা ও উপদেষ্টা বাদশাসহ সংঠনের সবার সাথে আলোচনা করে অনুদান সংগ্রহের কার্যক্রম শুরু করেন।

সংগঠনের প্রবাসী শাখার সমন্বয়ক রাহাতুল মোস্তফা সুমন ও সাজ্জাদ হোসাইন সুমন দায়িত্ব নিয়ে অনুদান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন। সংগৃহীত অনুদান রোববার রাতে অ*সুস্থ আবু তাহেরের কাছে হস্তান্তর করা হয়। এসময় সভাপতি-সম্পাদক ও উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন মুহাম্মদ সাইফুল ইসলাম সাইফ , মুহাম্মদ মামুন ,গিয়াস উদ্দিন, মো. হোসেন, আবু তাহের, ইয়াছিন শাহ প্রমুখ।  উল্লেখ্য পরিষদের উদ্যোগে ঈদ এ মিলাদুনন্নবী (দঃ) মাহফিলের পর স্থানীয় বাসিন্দা মরহুম মো. মহসিন এর স্ত্রীকেও আর্থিক অনুদান প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর