রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঐতিহ্যবাহী রানীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়। আলিমে প্রতিষ্ঠানটি দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী পাস করে উপজেলায় প্রথম স্থান অধিকার করায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা নজরুল ইসলাম আল কাদেরী। তিনি বলেন, মাদ্রাসার সকল শিক্ষকদের প্রচেষ্টায় এবং মাদ্রাসার এডহক কমিটির সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের কঠোর তদারকিতে এই ফলাফল অর্জিত হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত তদারকি, বিশেষ পাঠদান, ক্লাসে আন্তরিকতা এবং মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ইউসুফ মিয়া চৌধুরীর সহায়তায় এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলের দোয়া কামনা করেন।
এতে আরও বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম চৌধুরী, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী শারমিন আক্তার, মাহমুদা আক্তার, উত্তীর্ণ শিক্ষার্থী মোরশেদ আলম। উল্লেখ্য হাজী রহম আলী তালুকদারের হাত ধরে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির এই অর্জনে বিভিন্ন মহল ক্ষুদে বার্তায় অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply