নিউজ ডেস্ক: সেন্টার ফর ডিজএ্যবলস কনসার্ন (সিডিসি)-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম সেলিম নজরুলের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে লালখান বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সিডিসির নির্বাহী পরিচালক লুৎফুন্নেছা রূপসার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ চৌধুরী মনজুরুল হক। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো.ফরিদুল আলম, উপ পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম। নূরুল আলম নিজামী,সাবেক সচিব,সিডিসির সভাপতি নাসিমা বানু, কবি মজির্না আক্তার,সাংবাদিক ও লেখক অভিক ওসমান,আব্দুর রশিদ বুলু,রিয়াজুল আনোয়ার সেন্টুসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক সংগঠনের প্রশাসনিক পরিচালক, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, অসাধারণ প্রতিভাধর সংগঠক, ফ্রিল্যান্স সাংবাদিক ও কলামিস্ট সেলিম নজরুল ছিলেন দক্ষ ও মানবিক একজন ব্যক্তিত্ব। তিনি খেলোয়াড়দের চিকিৎসা সেবা বিষয়ক একাধিক গ্রন্থ রচনা করেন, যা এখনও গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সিডিসি তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান, যা চট্টগ্রাম অঞ্চলের প্রতিবন্ধীদের আশ্রয় ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
স্মরণ সভা শেষে মেয়রসহ অতিথিরা উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ারসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন।
Leave a Reply