রাঙ্গুনিয়া প্রতিনিধি: বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়বাদী ফোরাম ওমান কেন্দ্রীয় কমিটির তৃতীয় মেয়াদে ২৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ১৩ অক্টোবর এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে এম রাশেদুল ইসলাম মিয়াজী সভাপতি এবং আলী আজগর রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যকরী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে এবং উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এম রাশেদুল ইসলাম মিয়াজী ও আলী আজগর রানার নেতৃত্বে ফোরাম আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও সংগঠিত হবে।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে শক্তিশালী করা এবং বৃহত্তর রাঙ্গুনিয়ার প্রবাসীদের কল্যাণে কাজ করাই এই কমিটির মূল লক্ষ্য।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আলম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সেলিম, ভার্চুয়ালি যুক্ত হন উপদেষ্টা মো.নাজিম, কার্যকরী পরিষদের কার্যনির্বাহী সদস্য আবু বক্কর, মো. মামুন, নূর মোহাম্মদ, মো. রানা, মো. আমান, মো. পারভেজ, মো. মিয়াজী, মো. ইমাম, মো. জামাল শরফি, মো. হোসেন, মো. মঞ্জু প্রমুখ। এসময় পুষ্পস্তবক দিয়ে নেতৃবৃন্দের বরণ এবং অনুষ্ঠান শেষে প্রীতিভোজে মিলিত হন সকলে।