ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গণফোরামের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। ১৮ অক্টোবর বিকেলে ফটিকছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে যোগদান করেন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব) আজিমুল্লাহ বাহার গণফোরামের সভাপতি এডভোকেট লিয়াকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। যোগদানকারী নেতারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতৃত্বে আমরা একযোগে কাজ করতে।