রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতষ্ঠান সরফভাটার হযরত আবদুল কাদের জিলানী (রহ:) দাখিল মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক সমাবেশ মাদ্রাসার হলরুমে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আবুধাবি বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার।
সভাপতিত্ব করেন মাদ্রায়ার এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বেলাল। সঞ্চালনা করেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ মফিজুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক হওয়ার আহবান জানান। এই তিন পক্ষের সমন্বয় না থাকলে ভালো ফলাফল অর্জিত হয় না উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে তার সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply