নিউজ ডেস্ক: চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিন্স ও তাদের চারটি সহযোগী কারখানায় শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর সাক্ষরিত এক নোটিশে অনির্দিষ্টকালের বন্ধের বিষয়টি উল্লেখ করা হয়।
নোটিশে জানানো হয়— শ্রমিকদের দ্বারা কারখানার অভ্যন্তরে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, জোরপূর্বক কাজ বন্ধ রাখা ও বেআইনি ধর্মঘট ডেকে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার কারণে এবং সাধারণ শ্রমিক-কর্মচারী ও প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ বাধ্য হয়ে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে প্যাসিফিল জিন্সসহ অঙ্গ প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তবে কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পরবর্তী নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও উক্ত নোটিশে জানানো হয়। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইপিজেডের ৫ ও ৭ নম্বর সেক্টরে কারাখানাগুলোর বাইরে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করে। এ সময় প্রতিষ্ঠানগুলোতে কাজ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্যাসিফিক জিন্স কারখানার শ্রমিকরা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সকালে বিক্ষোভ শুরু করে। পরবর্তীতে তারা অন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করে এবং সেখানকার শ্রমিকদের বের হয়ে আসতে বাধ্য করে। এসময় শ্রমিকদের দুইপক্ষের মধ্যে হাতহাতির ঘটনাও ঘটে।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান জানান, প্যাসিফিক জিন্সের প্রতিষ্ঠানগুলোর দুইপক্ষের মধ্যে সমস্যা হয়েছে। একপক্ষ অপর পক্ষকে কাজ না করতে জোর করে রাস্তায় নামতে বলে। বিক্ষোভের পর কারখানাগুলোতে আর কাজ হয়নি। এর আগে গত ৯ অক্টোবর চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক গ্রুপের শ্রমিক-কর্মচারীরা পুলিশের হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ করেছিল।
উল্লেখ্য, চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসে শ্রমিকদের ২২ দফা দাবিকে কেন্দ্র করে প্যাসিফিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘প্যাসিফিক ক্যাজুয়াল লিমিটেডের’ শ্রমিকরা বিক্ষোভ করে। সে সময় সংঘর্ষের ঘটনাও ঘটে। এর জেরে কারখানার দুটি ইউনিট বন্ধ করে দেয় মালিকপক্ষ।
Leave a Reply