আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতির উদ্যোগে ফাতেহায়ে ইয়াজ দাহুম মাহফিল

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধি:  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও ফাতেহা-এ ইয়াজ দাহুম উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন গাউসিয়া সমিতির ব্যবস্থাপনায় মিলাদ মাহফিল পোমরা খাঁ মসজিদ কমপ্লেক্সের খানকা শরীফে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামশুল হুদা (রহ:) হেফজখানার হেফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক পাগড়ি পরিধাণ ও সনদ প্রদান করে সংবর্ধিত করা হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি তেলপারই সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ মছিহুদৌলা (মা.)। সভাপতিত্ব করেন গাউসিয়া সমিতি বাংলাদেশ পোমরা ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মদ সাইফুল আলম মাসুদ। ধর্মীয় আলোচনা করেন গাউছিয়া সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আলীশাহ নেছারী, পোমরা খাঁ মসজিদের খতিব মাওলানা জরীফ আলী আরমানী, পোমরা জামিউল উলুম সিনিয়র ফাযিল মাদ্রাসার আরবী শিক্ষক মাওলানা ইয়াকুব আলী আল কাদেরী, খাঁ মসজিদের পেশ ঈমাম মাওলানা আবু জাফর আল কাদেরী।

মাহফিলে গাউছিয়া সমিতির কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর