চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ত্রি-বার্ষিক (২০২৫-২০২৭) সনের জন্য গর্ভনিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচন- ২০২৫ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ফাযিল স্তরে মাওলানা মোহাম্মদ আবদুল করিম আলিম স্তরে মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ও ইবতেদায়ী ও দাখিল স্তরে মাস্টার মোহাম্মদ মহিউদ্দীন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ২৮ জন ভোটারের মধ্যে ১৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম।
নির্বাচন পর্যবেক্ষণ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রতিনিধি সদস্য ও সাবেক হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, অভিভাবক সদস্য ও চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, অভিভাবক সদস্য আবদুল মজিদ শাহ্, অভিভাবক সদস্য সোলাইমান কোম্পানী, বিএনপি নেতা আইনুল হুদা, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, সাংবাদিক মো. নুরুল আলম, সাংবাদিক লোকমান হাকিম প্রমুখ।