নিউজ ডেস্ক: এপেক্স বাংলাদেশ জেলা ৩-এর জেলা সেক্রেটারি এপেক্স মুহাম্মদ আরিফ খানের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
গতকাল বুধবার (১৫ অক্টোবর ২০২৫) নগরীর একটি অভিজাত হোটেলে এ জন্মদিন অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম রানা। তিনি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং পটিয়া প্রেস ক্লাব ও পটিয়া বাসীর পক্ষ থেকে কেক কেটে জেলা সেক্রেটারিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন—
– এপে: সৈয়দ মিয়া হাসান, জেলা গভর্নর-৩
– এপে: মুহাম্মদ লিয়াকত আলী, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি
– এপে: মহিউদ্দিন চৌধুরী জিকু, পাস্ট প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব চিটাগং
– এপে: এডভোকেট কামাল উদ্দিন খান,সেক্রেটারি এন্ড ডিএনই, এপেক্স ক্লাব অব চিটাগং
– এপে: এডভোকেট আদনান জাফরান, অতীত জেলা সেক্রেটারি, জেলা ৩
– এপে: সালাউদ্দিন কাদের লাভলু, প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব সন্দীপ
– এপে: নরেন সাহা, সেক্রেটারি ও ডিএনই, এপেক্স ক্লাব অব সন্দীপ
– এপে: জসীম মঞ্জু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া
– এপে: রুবেল হোসাইন নীল, সেক্রেটারি ও ডিএনই, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া
– এপে: নাফিজ করিম চৌধুরী, ফ্লোর মেম্বার, এপেক্স ক্লাব অব পটিয়া
সহ জেলা ৩-এর বিভিন্ন ক্লাবের সম্মানিত এপেক্সিয়ানবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারির সহধর্মিণী মরিয়ম বেগম রেখা, সন্তান নুজাহাত তাবাসসুম সাদিয়া, সুরাইয়া তাবাসসুম ফাইজা, আরাফাত খান ও জেলা গভর্নরের সন্তানরা সৈয়দা আফিয়াত,সৈয়দা নাজিয়াত, সৈয়দা জোহানাত সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে জেলা গভর্নর এপে: সৈয়দ মিয়া হাসান বলেন— এপে: মুহাম্মদ আরিফ খান শুধু জেলা ৩-এর সম্পদ নন, বরং এপেক্স বাংলাদেশের গর্ব। তাঁর জন্মদিন উপলক্ষে জাতীয় নেতৃবৃন্দসহ সারাদেশের এপেক্সিয়ানদের শুভেচ্ছা বার্তা প্রমাণ করে তাঁর প্রতি সকলের ভালোবাসা ও শ্রদ্ধা। আমি তাঁর সর্বাঙ্গীন সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।
এ ছাড়াও ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বার্তা পাঠান—
– এপে: এডভোকেট মুহাম্মদ মনিরুল ইসলাম পান্না, জাতীয় সভাপতি, এপেক্স বাংলাদেশ
– এপে: নাসিম আহমেদ, জাতীয় সহ-সভাপতি
– এপে: রিজওয়ান শাহিদী, জাতীয় অতীত সভাপতি
– এপে: মুহাম্মদ নুরুল আমীন চৌধুরী আরমান, প্রধান উপদেষ্টা, জেলা ৩
– এপে: মুসলিম উদ্দিন, অতীত জেলা গভর্নর-৩
অনুষ্ঠান শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এবং সকল অতিথিদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply