আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাঁতারে প্রতিযোগিতায় ১ম ও ৩য় স্থান অর্জন করেছে চন্দনাইশের ইলমা

Spread the love

তৌফিক আলম চৌধুরী: ৫২তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর আনোয়ারা উপজেলায় প্রজাপতি সাঁতার ইভেন্ট দ্রুততম সাঁতারু হিসাবে ১ম স্থান অর্জন করছেন আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ইলমা জাহিন।

সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জনকারীদের নিয়ে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম জেলায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ৩য় স্থান গৌরব অর্জন করেন চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের কন্যা।

এই ব্যাপারে জানতে চাইলে গণমাধ্যমকে ইলমা বলেন, এই অর্জনে আমি খুবই আনন্দিত, বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমার বাবা ও আমার শিক্ষকদের প্রতি যারা আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগিয়েছেন।

ইলমার বাবা জাহাঙ্গীর আলম বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও বিনোদন শিক্ষার্থীদের মানসিক ভাবে সুস্থ ও সতেজ রাখতে সহযোগিতা করে, আমার মেয়ের এমন অর্জনে আমি গর্ববোধ করছি এবং সামনে আরো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দক্ষতা অর্জনের পাশাপাশি সুনামের সাথে কৃতিত্ব রাখবে এটাই আশা করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর