নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটিতে বহু মানুষ আটকা রয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৯টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয়রা জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট অগ্নি নির্বাপণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,এক্সেস রোড থেকে সৈয়দ শাহ রোডে ঢোকার মুখে মাদ্রাসা বিল্ডিং নামে একটি ভবনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটে।
স্থানীয়রা বলছে, ভবনের উপর থেকে রোজ ময়লা ফেলা হতো। আজ সেই ময়লা বিদ্যুতের তার ও ট্রান্সফরমারের ওপর পড়লে সেখান থেকে আগুনে সূত্রপাত৷
তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা– বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। লামারবাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। সে সাথে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
Leave a Reply