সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশের কানাইমাদারী নিদাগেরপাড়া ঈদগাহ মাঠে এলাকাবাসীদের অংশগ্রহণে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের আয়োজনে বাণিজ্যিক গোডাউনে পরিকল্পিত নাশকতামূলক অগ্নিসংযোগের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বরকল ইউনিয়নের কানাইমাদারী নিদাগেরপাড়া ঈদগাহ মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ৪ নম্বর বরকল ইউনিয়নের ইউপি সদস্য আবু জাফর, সাবেক ইউপি সদস্য আবদুল মুবিন, সাবেক ইউপি সদস্য দিদারুল আলম চৌধুরী বেলাল প্রমুখ।
সভায় ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের ম্যানেজার আবুল ফয়েজ, ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, ফার্নিচার দোকান মালিক আবদুল করিম বাবুল, জমি মালিক মফজ্জল আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন হাজী ইয়াকুব, মো. আবছার, আমান উল্লাহ, রবিউল হোসেন, মাওলানা হাবিবুল্লাহ, মোহাম্মদ হারুন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন প্রতিহিংসামূলক কর্মকাণ্ড আমাদের সমাজকে প্রশ্নবিদ্ধ করছে এবং এলাকার সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে যারা সমাজের এই ধরনের ধ্বংসাত্মক কাজে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
Leave a Reply