আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাকসু নির্বাচনে রাঙ্গুনিয়ার কে এসকে হৃদয়ের প্রচারণা দৃষ্টি কেড়েছে সবার

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে সংস্কৃতি বিষয়ক সম্পাদকে স্বতন্ত্র পদপ্রার্থী হয়েছেন রাঙ্গুনিয়ার এক শিক্ষার্থী। তার নাম কাজী শফিউল কালাম। তবে ক্যাম্পাসে কে এসকে হৃদয় নামেই পরিচিত। তার বাড়ি উপজেলার শিলক ইউনিয়নে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। ভোটে তার ব্যালট নং:১। বাদ্যের তালে তালে গান গেয়ে তার ভোটের ব্যাতিক্রমী প্রচারণা বেশ আলোচিত হয়েছিলো। ক্যাম্পাসে বেশ সাড়া ফেলেছিলো তার এই ব্যতিক্রমী প্রচারণা। দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমেও তার ব্যতিক্রমী এই প্রচারণার খবর উঠে আসে।

কে এসকে হৃদয় জানান, ক্যাম্পাস বাউলিয়ানা নামে একটি সাংস্কৃতিক সংগঠনের কো-ফাউন্ডার এবং ডিরেক্টর তিনি। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সাবেক সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্বে ছিলেন।

এর বাইরেও তিনি শৈত্যোৎসব ও পিঠাপুলি মেলার তিনবারের অর্গানাইজার, বসন্ত উৎসব, ফাগুন উৎসব, প্রথম এল্যামনাই ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফ্ল্যাশমব অনুষ্ঠানেরও অর্গানাইজার ছিলেন তিনি। ক্যাম্পাসের বাইরে তিনি বিভিন্ন টিভি নাটকেও অভিনেতা হিসেবে কাজ করেছেন। এরমধ্যে মাছরাঙা টিভিতে ধারাবাহিক নাটক “ক্যাম্পাস”, চ্যানেল আই-য়ে “প্রথম প্রেমের মতো” সুলতান এন্টারটেইনমেন্টে “দেখা হবে বন্ধু”, এটিএন বাংলায় “সময়ের গল্প”, চ্যানেল আই-য়ে “হি এন্ড সি” উল্লেখযোগ্য।

সংস্কৃতি মনা শিক্ষার্থী কে এসকে হৃদয় আসন্ন রাকসু নির্বাচনে জয় পেতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন। উল্লেখ্য রাকসু নির্বাচনে নয়টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর