আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ পটিয়া রেঞ্জের আয়োজনে চন্দনাইশে গাছের চারা বিতরণ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়নের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিনামূল্যে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন শীর্ষক (৪র্থ পর্যায়) প্রকল্পের আওতায় অবক্ষয়িত বন এলাকায় জনগণের মাঝে বন অধিদপ্তরের মাধ্যমে গাছবাড়িয়া গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ পটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের সভাপতিত্বে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক পরিষদের সম্পাদক শাহজাহান আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস, বরগুনি বিট কর্মকর্তা মো: রহমত আলী, গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আইয়ুব মেম্বার, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার দে, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও মো. রাজিব হোসেন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণে অংশ নিতে হবে। একটি গাছ শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

পরে উপস্থিতদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর