চন্দনাইশ প্রতিনিধি: ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে আলোচনাসভা, বর্ণাঢ্য র্যালি এবং অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ।
সোমবার (১৩ অক্টোবর) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা, বর্ণাঢ্য র্যালি এবং অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।
এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কামরুল হাসান, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া প্রমুখ। পরে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।